সিটিকে ২-০ গোলে হারিয়ে নকআউটের আশায় জুভেন্টাস

খেলাধুলা ডেস্ক :

চলতি মৌসুমের শুরুটা ভালো করতে পারেনি ম্যানচেস্টার সিটি। অনেক চেষ্টা করেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না গার্দিওয়ালার শিষ্যরা।

- Advertisement -

সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জুভেন্টাসের কাছে বাজেভাবে হেরেছে সিটিজেনরা। এতে নকআউটের পথে এগিয়ে গেছে ইতালিয়ান ক্লাবটি।

- Advertisement -google news follower

বুধবার (১২ ডিসেম্বর) আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যানসিটিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। দলটির হয়ে গোল করেছেন দুসান ভ্লাহোভিচ এবং ওয়েস্টন ম্যাককেনি

এদিন ম্যাচের শুরু থেকেই বেশ অগোছালো ফুটবল খেলতে থাকে ইংলিশ জায়ান্টরা। সেই সুযোগে আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না তারা ৩৬তম মিনিটে প্রথম এবং তিন মিনিট পর লক্ষ্যে প্রথম শট নিতে পারে সিটি।

- Advertisement -islamibank

বক্সে ঢুকে আর্লিং হলান্ডের শট এগিয়ে এসে হাত বাড়িয়ে রুখে দেন গোলরক্ষক। এতে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই এগিয়ে যায় জুভেন্টাস। ৫৩তম মিনিটে সতীর্থের বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে হেড করেন ভ্লাহোভিচ, বল এদেরসনের বুকে লেগে গোললাইনে ড্রপ খেয়ে ভেতরে ঢোকে। ক্ষীপ্রতায় ঝাঁপিয়ে বল ফেরান ব্রাজিলিয়ান গোলরক্ষক, কিন্তু ততক্ষণে রেফারি বাজিয়ে দেন গোলের বাঁশি।

পিছিয়ে পড়ার পর আক্রমণে একটু জোর দেয় সিটি। ৬৮তম মিনিটে বক্সের বাইরে থেকে ইলকাই গুন্দোয়ানের জোরাল শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান ইউভেন্তুসের গোলরক্ষক মিকেলে দি গ্রেগোরিও।

৭৫তম মিনিটে ম্যাককেনির চমৎকার গোলে সিটির ঘুরে দাঁড়ানোর আশা ফিকে হয়ে যায়। ডান দিকের বাইলাইন থেকে সতীর্থের ক্রস পেনাল্টি স্পটের কাছে পেয়ে দুর্দান্ত ভঙ্গিতে নেওয়া ভলিতে ঠিকানা খুঁজে নেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার। এরপর আর খেলায় ফিরতে পারেনি সিটি। এতে ২-০ গোলের জয় পায় জুভেন্টাস।

এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে উঠে এসেছে জুভেন্টাস। আর ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM