ফ্যানে ঝুলে ছিল স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ

দেশজুড়ে ডেস্ক :

ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হবিরবাড়ী এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

- Advertisement -

নিহতরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার গাগড়াগাতি গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর ইসলাম (২১) ও তার স্ত্রী নূপুর আক্তার (২০)। নূপুর আক্তার নেত্রকোনার মদন উপজেলার ইন্দারপুর গ্রামের সুধু মিয়ার মেয়ে। তারা দুইজন স্থানীয় ক্রাউন ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

- Advertisement -google news follower

মৃত আরেকজন হলেন সোনালী আক্তার (১৮)। তার স্বামীর নামও সাগর। সোনালী কিশোরগঞ্জের শোলাকিয়ার মহিনন্দন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আরেকটি ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় একই ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে স্বামী মাফিজুর রহমান সাগর ও স্ত্রী রেহেনা আক্তার নুপুর আত্মহত্যা করেছে।

- Advertisement -islamibank

একই সময় কাশর এলাকায় স্বামীর সাথে অভিমান করে সোনালী আক্তার নামে আরেক গৃহবধূ আত্মহত্যা করে। নিহত মাফিজুর রহমান সাগর দিনাজপুরের ঘাগড়াগাছি এলাকার আব্দুর রশিদের ছেলে।

রেহেনা আক্তার নুপুর নেত্রকোনা মদনের দুখু মিয়ার মেয়ে এবং সোনিয়া আক্তার কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে। তারা সবার ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে তারা আত্মহত্যা করেছেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM