চিন্ময়ের পক্ষে ওকালতনামা নিয়ে আদালতে সে আইনজীবী

অনলাইন ডেস্ক

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে বন্দী বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর হয়ে আইনি লড়াই চালাতে আসা ঢাকার সেই আইনজীবী আজও চট্টগ্রাম আদালতে উপস্থিত হয়েছেন।

- Advertisement -

তবে এবার আর ভুল করেননি তিনি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে ওকালতনামা জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ।

- Advertisement -google news follower

তিনি রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন শুনানি এগিয়ে আনার আবেদন করেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার পর শুনানি হতে পারে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ।

এর আগে বুধবার আসামির পক্ষে ওকালতনামা না থাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির তারিখ এগিয়ে আনাসহ তিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সুপ্রিম কোর্টের এ আইনজীবীর করা তিনটি আবেদনই খারিজের আদেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম।

- Advertisement -islamibank

এদিকে আলোচিত এ মামলার কার্যক্রম ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালতে প্রবেশ মুখেই পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে।

প্রসঙ্গত, কোতোয়ালী থানায় হওয়া একটি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখিয়ে গত ২৬ নভেম্বর হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

পরে তাকে কারাগারে নেওয়ার সময় তাকে বহন করা প্রিজন ভ্যান আটকে রেখে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন তার কয়েকশ অনুসারী। এক পর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আদালত প্রাঙ্গনে সরকারি-বেসরকারি ২০টি গাড়িসহ বিভিন্ন স্পর্শকাতর স্থাপনা ভাঙচুর করে বিক্ষুদ্ধরা।

তাছাড়া একই দিন কোতোয়ালী থানাধীন রঙ্গম সিনেমা হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে হত্যা করা হয়।

আদালত এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধাদানের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি এবং নিহত সাইফুলের বাবা ও ভাই দুটিসহ মোট পাঁচটি মামলা দায়ের হয়। এতে ৭৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১ হাজার ৪শ জনকে আসামি করা হয়।

এ দিকে গত রবিবার (৮ ডিসেম্বর) চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় একজন ‘হেফাজতকর্মী’চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করে ১৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪শ থেকে ৫শ জনকে আসামি করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ