চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনে’র নেতৃত্বে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জিইসি মোড় থেকে ২নং গেইট পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত থেকে প্রায় ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
এ সময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
জেএন/পিআর