ভারতে হাসপাতালে লাগা আগুনে পুড়ে ৬ জনের করুণ মৃত্যু

প্রতিবেশী ডেস্ক :

ভারতের তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু।

- Advertisement -

বৃহস্পতিবার রাতে দিন্দিগুল জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

- Advertisement -google news follower

কর্মকর্তারা জানিয়েছেন, সিটি হাসপাতালটি মূলত একটি অর্থোপেডিক হাসপাতাল। স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। নিচতলার অভ্যর্থনা কক্ষ থেকে আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।

হাসপাতালে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুলিশ এবং দমকলের সদস্যরা।

- Advertisement -islamibank

তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়েছিল সেখানে। তবে ঘটনাস্থলে ছয় জনের মৃত্যু হয়। ২৯ জন রোগীকে নিরাপদে সরিয়ে দিন্দিগুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উদ্ধারকাজ চলাকালে হাসপাতালের লিফটে ছয় জনকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়।

পরে তাদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই অগ্নিকাণ্ড শর্টসার্কিটের কারণে হয়ে থাকতে পারে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM