রাহাত ফতেহ আলীর চ্যারিটি কনসার্টের ভাড়া মওকুফ

বিনোদন ডেস্ক :

আগামী ২১ ডিসেম্বর ‘ইকোস অব রেভোলিউশন’ শিরোনামে ঢাকার কনসার্টে গান গাইবেন পাকিস্তানের খ্যাতনামা শিল্পী রাহাত ফতেহ আলী খান

- Advertisement -

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’র আয়োজনে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহযোগিতা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আয়োজিত হচ্ছে চ্যারিটি কনসার্ট।

- Advertisement -google news follower

এবার জানা গেল, গায়কের এই চ্যারিটি কনসার্টের জন্য আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে চ্যারিটি কনসার্টটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আয়োজক ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপনের জন্য একটি সমন্বয় সভারও আহ্বান করা হয়।

- Advertisement -islamibank

এ মঞ্চেই আহত ও নিহত পরিবারদের সাহায্যার্থে বিনা পারিশ্রমিকে ঢাকায় গান গাইবেন রাহাত ফতেহ আলী খান।

তিনি ছাড়াও এদিন অনুষ্ঠানে রাহাত ফাতেহ আলী ছাড়াও কনসার্টে পারফর্ম করবে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ। আরও রয়েছেন র‌্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান এবং সিলসিলা। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটকও হবে।

সংগীত ছাড়া কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

কনসার্ট থেকে টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা। কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে প্রাইম ব্যাংক।

প্রসঙ্গত, আর্মি স্টেডিয়ামে কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়। এ দিন গেট খোলা হবে দুপুর ২টায় এবং বন্ধ হবে সন্ধ্যা ৭টায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM