শীতের সবজি সরবরাহ ঘাটতি নেই,তবুও দাম চড়া!

অর্থনীতি ডেস্ক :

পৌষ আসতে বাকি দুইদিন। গতকাল থেকেই বেশ ঠাণ্ডা পড়েছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। এই সময় থেকেই বাজারে সবজির দাম কম থাকার কথা থাকলেও এবার তেমন সুফল পাচ্ছে না ক্রেতারা।

- Advertisement -

বাজারে নতুন শীতের সবজিতে সয়লাব হয়ে গেছে। এরপরও সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম ১০-২০ টাকা কমেছে। এখনো বেশির ভাগ শাকসবজির দাম চড়া।

- Advertisement -google news follower

নতুন আলু বাজারে আসলেও দাম এখনও কমেনি। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়। বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহে কিছুটা দাম কমতে পারে।

নতুন শীতের সবজির মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে মটরশুঁটি, বরবটি, শালগম, লাল মুলাসহ বাহারি শীতের সবজি।

- Advertisement -islamibank

তবে অন্যান্য সবজির তুলনায় দাম অনেকটাই বেশি, বরবটি কেজি প্রতি ১২০ টাকা, মটরশুঁটি কেজি প্রতি ২৮০ টাকা , কেজি প্রতি শালগম ৪০-৫০ টাকা, লাল মুলা প্রতি কেজি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, শীতের সবজি সরবরাহ ঘাটতি না থাকার পরেও এত দাম দিয়ে সবজি কিনতে নারাজ ক্রেতা। তাদের অভিযোগ বাজার তদারকির অভাবে এমন অবস্থা হয়েছে।

এছাড়া মাছ মাংসের বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় বেড়েছে ব্রয়লার মুরগির দাম।

প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এদিকে মাছের দাম তূলনামূলক কম হলেও ক্রেতার অভাব বলে দাবী করছেন বিক্রেতারা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM