প্রচণ্ড শীতে বিপন্ন পঞ্চগড়ের জনজীবন। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ বছরে এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
ভোরে হালকা কুয়াশা ছিলো। মৃদু বাতাস বইছে। রোদ দেখা গেছে। তবে তাপমাত্রা কমে কনকনে শীতে কাঁপছে উত্তর জনপদের মানুষ।
শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ে সকাল ৯টায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
তাপমাত্রা এতটাই কমেছে যে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, জানান জিতেন্দ্র নাথ রায়।
জেএন/পিআর