স্কুলে ভর্তি: মঙ্গলবার নির্ধারণ হবে ১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য

শিক্ষা ডেস্ক :

সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। এবার শুরু হবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের কার্যক্রম।

- Advertisement -

আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি অনুষ্ঠিত হবে। এতে প্রায় ১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হবে।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্য জানায়।

চিঠিতে বলা হয়, ডিজিটাল লটারির পর শিক্ষার্থীরা তাদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত লিংকে প্রবেশ করে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

- Advertisement -islamibank

একই সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির কাছে ফলাফল পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন।

লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

মাউশি সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। এতে সরকারি স্কুলে ভর্তি হওয়ার জন্য ৬ লাখ ৩৫ হাজার ৭২টি এবং বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়ে।

লটারি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষার্থীদের ভর্তির ফল মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন বলে জানিয়েছেন মাউশির উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন।

লটারির পরবর্তী ধাপে শুরু হবে ভর্তি কার্যক্রম। এ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ নিশ্চিত করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM