চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা (১নম্বর ওয়ার্ড) নুরনবী চেয়ারম্যানের বাড়ি এলাকার আনিছুর রহমানের মালিকানাধীন একটি অটোরিকশার গ্যারেজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে লাগা এ আগুনে গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা, ১টি মোটরসাইকেল ও তিনটি মাহিন্দ্র এবং পাশে থাকা একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ নুরুল আমিনের ছেলে আনিছুর রহমান জানান, ভোর সোয়া ৪টার দিকে আমার গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। স্থানীয়দের সাথে অনেক চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই আমার গ্যারেজে থাকা ৩৪টি যানবাহন এবং গ্যারেজের পাশে আমার ভাই নজরুল ইসলামের একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আমি নিঃস হয়ে গেলাম, পথে বসে গেলাম বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন, জানান প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে তার।
কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও গ্যারেজের বেশ কয়েকটি যানবাহন ও একটি দোকান আগুনে ভস্মিভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেনি এ কর্মকর্তা।
জেএন/পিআর