চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারিকে আটক করেছে র্যাব-৭।
গতকাল শুক্রবার রাতে গোপন সোর্সের খবরে বিশেষ অভিযান চালিয়ে এসব মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর বায়েজিদ এলাকার মো. সুমন (২৭), মো. মহিন প্রকাশ কালু (৩০) ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার মো. শরিফুল ইসলাম সুমন (৩০)।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) র্যাব-৭ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদক ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর