বায়েজিদে ২৭ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-৭।

- Advertisement -

গতকাল শুক্রবার রাতে গোপন সোর্সের খবরে বিশেষ অভিযান চালিয়ে এসব মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

- Advertisement -google news follower

আটককৃতরা হলেন, নগরীর বায়েজিদ এলাকার মো. সুমন (২৭), মো. মহিন প্রকাশ কালু (৩০) ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার মো. শরিফুল ইসলাম সুমন (৩০)।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) র‍্যাব-৭ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

- Advertisement -islamibank

এতে বলা হয়, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদক ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM