মোবাইল চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪০

অনলাইন ডেস্ক

সিলেটে মোবাইল চার্জ দেওয়া নিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন গ্রুপের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

- Advertisement -

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায়। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার কাঁঠালবাড়ি, বর্নি ও কোম্পানীগঞ্জ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলে।

- Advertisement -islamibank

ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৫
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সন্ধ্যা ৬টার দিকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা সংঘর্ষ থামাতে কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাত পৌনে ১০টায় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM