ব্যাডমিন্টন খেলা নিয়ে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় ব্যাটমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে এক মহিলা নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত শিউলী বেগম (৪২) খোলোয়াড় শামীমের মা এবং জঙ্গলখাইন গ্রামের সিরাজ গাজী বাড়ির মুহাম্মদ মুছার স্ত্রী। অভিযুক্ত আলভি (১৮) একই এলাকার বাচা মিয়ার ছেলে। শনিবার নিহতের মরদেহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডে রাখা ছিল।

- Advertisement -google news follower

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি জমিতে কয়েকজন তরুণ ব্যাটমিন্টন খেলতে যায়। সেখানে খেলা নিয়ে দুই পক্ষে তর্ক হয়। এক পর্যায়ে আলভির ছোট ভাই খেলোয়াড় শামীমের মাথা ফাটিয়ে দেয়। বিষয়টি শামীমের মা আলভির মাকে জানায়। শামীমকে নিয়ে বাড়ির লোকজন হাসপাতালে যায়। আলভি ১০-১২ জন কিশোরকে নিয়ে শামীমের বাড়িতে গিয়ে হামলা চালায়। আগে থেকে শামীমের পরিবারের সঙ্গে রান্না ঘরের চিমনী নিয়ে বিরোধ ছিল। এ সুযোগে চিমনীও ভেঙে দেয়। পরে বিকেল ৫টায় চিকিৎসা শেষে শামীম ও তার মা ঘরে এলে আলভিসহ ১০-১২ জন শামীমের মায়ের সঙ্গে ঝগড়া করে। এক পর্যায়ে আলভি শামীমের মাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহতাবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের স্বামী মুহাম্মদ মুছা জানান, মূলত রান্নার চুলার বিরোধ নিয়ে আগে থেকে আমাদের পরিবারের ওপর আলভির পরিবারের আক্রোশ ছিল। এর জেরে খেলাকে কেন্দ্র করে ঝগড়া হওয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে আলভি।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM