বিএসআরএম স্টিলসের এজিএম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বিএসআরএম স্টিল্‌স লিমিটেডের ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় বিএসইসি এর গাইডলাইন অনুসারে ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভাটি অনুষ্ঠিত হয়।

- Advertisement -

কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবরআলী সভায় সভাপতিত্ব করেন। তিনি তাঁর সূচনা বক্তব্যে আলোচ্য অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদনের বিভিন্ন গুরুত্তপূর্ণ বিষয় ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

- Advertisement -google news follower

সভায় কোম্পানির ২০২৩–২৪ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২৪–২৫ অর্থ বছরের জন্য কোম্পানির পরিচালক পুনঃনিয়োগ এবং নিরীক্ষক নিয়োগ করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসেন পরিচালকমন্ডলীর বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শেয়ারহোল্ডাদের অবহিত করেন।

- Advertisement -islamibank

শেয়ারহোল্ডারগণ তাঁদের নিজ নিজ বি.ও আইডি দিয়ে ওয়েব লিংকে প্রবেশ করে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন এবং কোম্পানির ৩২% (বত্রিশ শতাংশ) নগদ লভ্যাংশসহ সকল এজেন্ডা সমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভায় শেয়ারহোল্ডারগণ নিরীক্ষিত হিসাব বিবরণীসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করেন এবং কোম্পানি সচিব তাঁদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

এছাড়াও শেয়ারহোল্ডারগণ তাঁদের মূল্যবান মন্তব্যে কোম্পানির পরিচালকমন্ডলী এবং ব্যবস্থাপনার প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও নির্ভরতার কথা পুনঃর্ব্যক্ত করেন।

ভার্চুয়াল সভায় কেম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকমন্ডলী, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার যোগদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM