লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
বুধবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় নারী-পুরুষসহ ৩ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসেন ভুলু মিয়া। তিনি জানান, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত মো. শাহজাহান মিয়া (৫৮) বলেন, রাতে তাঁর ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুখোশধারী ১০-১২ জন ডাকাত তাদের ঘরে প্রবেশ করে তাঁকেসহ ঘরে থাকা নারী-পুরুষদের পিটিয়ে আহত করে। এসময় বাড়িতে থাকা তাঁর মেয়ে ফারজানা আক্তার (২৭) ও ছেলের বউ আফরোজা আক্তার নিশুকে (২২) মারধর করে নগদ ২ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।
লক্ষ্মীপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই শামিমা আক্তার জয়নিউজকে বলেন, ডাকাতির বিষয়ে এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।