কর্ণফুলীর স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগমকে স্ট্যান্ড রিলিজ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, স্বাস্থ্য সনদ প্রদানের নামে অর্থ আদায় এবং ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠেছে। রয়েছে, ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন দোকান ও কারখানা থেকে রসিদবিহীন অর্থ আদায়ের।

- Advertisement -

দীর্ঘ ৫ বছর পর অবশেষে বহুল সমালোচিত মনোয়ারা বেগমকে স্ট্যান্ড রিলিজে বদলি করে সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

- Advertisement -google news follower

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

একই আদেশে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি) হিসেবে দায়িত্ব প্রদান করা মাজেদা বেগম। তিনি এর আগে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

- Advertisement -islamibank

আদেশে আরও বলা হয়েছে, স্বাস্থ্য সহকারি মনোয়ারা বেগম যিনি নিজ বেতনে মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি) সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত হয়ে সপ্তাহের প্রতিদিন (সরকারি ছুটি ব্যতিত) নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

জারীকৃত আদেশ জনস্বার্থে করা হলো এবং আদেশ জারীর ৩ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বা সংযুক্তিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৪র্থ দিবস হতে সরাসরি অব্যাহতি প্রাপ্ত হয়েছেন বলে গণ্য হবেন।

এই বদলি আদেশের অনুলিপি পাঠানো হয় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চন্দনাইশ ও কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন, প্রশাসনিক কর্মকর্তা ও সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারীর কাছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM