খাগড়াছড়িতে আ.লীগ নেতা আশুতোষ গ্রেপ্তার

দেশজুড়ে ডেস্ক :

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সারে ৮টার দিকে জেলা শহরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

আশুতোষ চাকমা খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা। তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মধুপুরের নোয়াপাড়া এলাকায় নিজ বাসা থেকে আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

গত ৫ আগস্টের পর থেকে আশুতোষ চাকমা আত্মগোপনে ছিলেন। খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ২০টির অধিক মামলা রয়েছে। রবিবার তাকে আদালতে তোলা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM