চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, পুলিশের জালে অপহরণকারী

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া এলাকা থেকে অপহৃত শিশু ছিদরাতুল মুনতাহা (১৪)কে চাদঁপুর জেলার শাহরাস্তি থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

এসময় অপহরণকারী চক্রের সদস্য মাহমুদুল ইসলাম মিরাজ (২০)কে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

- Advertisement -google news follower

রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে অপহৃত শিশুটির অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিরাজ চাদঁপুর জেলার শাহরাস্তি দফাদার বাড়ি এলাকার বর্তমানে নগরীর কোতোয়ালি থানাধীন ল্যাবরেটরী স্কুলের সামনে বসবাসরত আব্দুস সাত্তার ছেলে।

- Advertisement -islamibank

অপহৃত মুনতাহা ফেনী জেলার সোনাগাজী এলাকার বর্তমানে নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া এলাকার মোহাম্মদ দেলওয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, থানায় এসে স্বজনরা এক শিশুকে অপহরণ করার অভিযোগ করলে শিশুটিকে উদ্ধারে তৎপর হয় টিম চান্দগাঁও।

গতকাল চাদঁপুর জেলার শাহরাস্তি থানা এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের অভিযোগে মাহমুদুল ইসলাম মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানালেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM