চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ২নং সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে বহুল সমালোচিত ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবাল নগরীর মধ্যম হালিশহর ২নং সাইট এলাকার মৃত আলী আকবরের ছেলে।

- Advertisement -google news follower

তিনি নগরীর বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ছিলেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ইকবালের বিরুদ্ধে নগরীর বন্দর ইপিজেড বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে। তিনি চাঞ্চল্যকর যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি।

- Advertisement -islamibank

এছাড়াও ২০১৭ সালের ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাজিয়া মিছিলের আদলে সমাবেশ করে ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তুলেছিলেন হাজী ইকবাল।

রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বললেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM