সীমান্তে দুই নারীসহ ৩ ভারতীয় আটক

দেশজুড়ে ডেস্ক :

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া সীমান্ত থেকে দুই নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

- Advertisement -

রোববার দুপুরে সীমান্ত পার হওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

- Advertisement -google news follower

আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের উত্তর প্রদেশের শাহপুর থানার সারদ-৪৮৯ গ্রামের সারাদ এডভিনের ছেলে জাউন কল­বীন (৩৭), নদীয়া জেলার হরিণঘাটা থানার হরিনঘাটা গ্রামের জগ বন্ধুর ছেলে কশৈলা সরকার (৫২), শেহজাহানপুর জেলার ভান্ডা থানার রাড়ুয়া গ্রামের রামুবার্মার ছেলে কাজল (২৪)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরস্থ সদর সেক্টরের আওতাধীন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীনস্থ শ্যামকুড় বিওপির আভিযানিক টিম সীমান্ত পিলার ৬০/১০৫-আর হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করে।

- Advertisement -islamibank

বেশ কিছুদিন আগে ওই তিন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। কিছুদিন থাকার পর ভারতে ফিরছিলেন তারা।

আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্টি এ্যাক্ট এর ৪ ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়ার মিরপুস্থ (৪৭ বিজিবি) সদর সেক্টরের উপ-মহাপরিচালক কর্নেল মো. মারুফুল আবেদীন জানান, সীমান্ত বিজিবি’র কঠোর নজরদারিতে রয়েছে।

চোরা কারবারি, অপরাধী ও অবৈধ অনুপ্রবেশকারীদের কেউ চোখ এড়িয়ে রেহাই পাবে না।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM