নারায়ণগঞ্জ জেলা কারাগারে আব্দুল আউয়াল (৬২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবার নাম আব্দুর রহমান। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। আউয়ালের হাজতি নং ৬৮২৩/২৪।
আউয়ালকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রবিন বলেন, গত রাতের দিকে হাজতি আউয়াল কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এরপর রাত আড়াই টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আউয়ালকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। পরে ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেএন/পিআর