মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পাবনায় শেখ মুজিবের বক্তব্য মাইকে বাজানোসহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বনভোজনের আয়োজন করার অভিযোগে মোস্তফা আলী খান নামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
মোস্তফা আলী খান চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের চয়েন আলী খানের ছেলে।
তিনি চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং ওই ওয়ার্ডের আওয়ামী সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়নের টাটিপাড়া মুজিব বাঁধের উপর ৩/৪শ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের জন্য কয়েক ডেকচি খিচুড়ি রান্না হয়।
সেখানে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণও বাজানো হয় এবং আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে প্রচার-প্রচারণা করা হয়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে থানা পুলিশে খবর দিলে পুলিশ অভিযানে যায়।
পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দ্রুত সটকে পড়েন।
এরপর সোমবার দুপুরের দিকে অভিযান চালিয়ে প্যানেল চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে হস্তান্তর করা হয়।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম সোমবার রাতে জানান, রোববার রাতে মাইকে শেখ মুজিবের ভাষণ বাজানো হচ্ছিল।
বেশ কিছু আওয়ামী লীগের লোকজন দলীয় প্রচার-প্রচারণা চালাচ্ছিল, এমন অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
গত ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যায়।
এরপর চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ইউনিয়ন পরিষদে উপস্থিত না থাকায় সরকারের পক্ষ থেকে ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মোস্তফা আলী খানকে পুর্নাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
জেএন/পিআর