চসিকের সাবেক কাউন্সিলর বারেক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের গুলিবর্ষণের মামলায় সোমবার দুপুরে নগরের চকবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

র‌্যাব থেকে জানানো হয়, গত ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে মো. সোহেল পানি বিতরণ করছিলেন।

সে সময় সাবেক কাউন্সিলর বারেকসহ অন্য দুষ্কৃতকারীরা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠিসোঁটা দিয়ে ছাত্র-জনতাকে পেটায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

- Advertisement -islamibank

আন্দোলন চলাকালে তারা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলিবর্ষণ করে। এ সময় সোহেলের মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুলির স্প্লিন্টার লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

পরে এ ঘটনায় ভিকটিম সোহেল বাদী হয়ে কোতোয়ালী থানায় ২৮৪ জন নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের গুলিবর্ষণের মামলায় সাবেক কাউন্সিলর আবদুল বারেককে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে নগরের কোতোয়ালি, রাজধানীর মোহাম্মদপুর ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও নাশকতা–সংক্রান্ত তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁকে নগরের কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM