অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ

মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ সেরা জুনিয়র টাইগ্রেসরা

খেলাধুলা ডেস্ক :

সুপার ফোর আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। মালয়েশিয়াকে হারাতে পারলেই হত গ্রুপ চ্যাম্পিয়ন। এমন সমীকরণের দাপুটে পারফর্ম করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

- Advertisement -

মঙ্গলবার কুয়ালালামপুরে মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে বড় জয়ের পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়নও বনেছে জুনিয়র টাইগ্রেসরা।

- Advertisement -google news follower

বাংলাদেশ এদিন ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান জমা করে। জবাবে মালয়েশিয়া ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে অলআউট হয়ে যায়। তাতেই ১২০ রানের বড় জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে বোলিংয়ে নিশিতা আক্তার একাই ৫ উইকেট নেন। ব্যাটিংয়ে জান্নাতুল মাওয়া ৪৫ রান এবং সাদিয়া আক্তার ১৯ বলে ৩১ রান করেন।

- Advertisement -islamibank

৮৭ রানে ৫ উইকেট পড়ার পর মাওয়া ও সাদিয়ার মধ্যে ৪৪ বলে ৬২ রান যোগ হয়। ওপেনার ফাহমিদা ছোঁয়া ২৬ এবং মোসাম্মদ ইভা ১৯ রান করেন, ফলে ৪৫ রানের উদ্বোধনী জুটি হয়।

সুপার ফোরে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নেপাল এবং শ্রীলংকাও সুপার ফোরে পৌঁছেছে। এই চার দলের মধ্যে শীর্ষ দুই দল ২২ ডিসেম্বর ফাইনালে খেলবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM