মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগ

মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে তার বাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

- Advertisement -

ইতিমধ্যে স্বশস্ত্র হামলার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হামলার ঘটনায় আহত ভুক্তভোগী প্রবাসীর পরিবারের সদস্যরা ৯৯৯ এর সাহায্যে পুলিশি সহায়তায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও সন্ত্রাসী হামলা করা হয়।

- Advertisement -google news follower

আহতরা প্রথমিক চিকিৎসা শেষে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানায় প্রবেশ করতে দেয়া হয়নি। উল্টো প্রবাসী সোলেমান ও তার পরিবারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তীতে বাধ্য হয়ে পরবর্তীতে প্রবাসী পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম আদালতে স্থানীয় ৪ সন্ত্রাসীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

- Advertisement -islamibank

মামলা করার পর থেকে প্রবাসীর পরিবারের লোকজন বাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তারা সন্ত্রাসীদের ভয়ে নিজ বাড়িতে যেতে পারছেন না। উপায় না পেয়ে চট্টগ্রাম আদালতে প্রবাসীর শশুর সিরাজুল হক বাদি হয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে দেখা যায়, গত ২ ডিসেম্বর সকালে মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ড প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন সোলেমান ম্যানশনের মালিক প্রবাসী সোলেমানের কাছে স্থানীয় ৪ সন্ত্রাসী প্রথমে ২০ লাখ টাকা, পরবর্তীতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণাধীন বাড়ির পার্কিং গ্যারেজের দেয়ালের গাঁথুনি ভেঙে ফেলে তুহিন, ফরিদ, জামশেদ ও হারুন নামে ৪ ব্যক্তি। এসময় নির্মাণাধীন শ্রমিকদের সাথে ৪ জনের হাতাহাতির ঘটনা ঘটে।

হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে তুহিনের ভাই ফরিদ ধারালো ছুরি দিয়ে প্রবাসী পরিবারের উপর হামলা চালায়। এতে প্রবাসী সোলেমানের শাশুড়ি বিবি ফাতেমা (৫৫), শশুর সিরাজুল হক (৫৮) এবং তার শেলক আলী আকবর (৩৫)সহ ও তুহিন গুরুতর আহত হয়।

আহতদের মিরসরাই থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে গেলে সেখানেও ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী আহত প্রবাসী পরিবারের সদস্যদের উপর পুনরায় হামলা চালায় ও তাদের অপহরণের চেষ্টা করে।

ভবন মালিক সোলেমান জানান, ফরিদ একজন চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা ও একাধিক ডাকাতি, চুরি, ছিনতাইসহ বহু মারামারির মামলা রয়েছে বিভিন্ন থানায়। তার ছোটভাই তুহিনসহ দুইভাই মিলে ৫ আগস্টের পর মিরসরাই পৌর এলাকায় চাঁদাবাজি লুটপাট, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।

সন্ত্রাসীদের চাঁদা না দিলে সাধারণ মানুষের উপর হামলা করে তারাই আবার পুলিশের কাছে উল্টা মামলা করে। আমার কাছে চাঁদা দাবি করে না পেয়ে হামলা করে থানায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা। আমি এর প্রতিকার চাই। অভিযুক্ত তুহিন মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। দুটি হত্যা মামলাসহ অসংখ্য অপরাধের মামলার আসামি সন্ত্রাসী ফরিদ তার ছোট ভাই।

চাঁদাবাজি ও হামলার ঘটনায় মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন জানায়, জমির মালিকানা সংক্রান্ত সাবেক এমপি জিন্নাহ’র সাথে তাদের মামলা রয়েছে। বিরোধপূর্ণ এলাকায় সোলেমান কাজ করছিল। কাজে বাঁধা দিতেই তার লোকজন হামলা করে। এতে আমার বাম হাতের ৩ স্থানে ভেঙে গেছে। হামলার ঘটনায় প্রবাসী সোলেমানের বিরুদ্ধে মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাছির জানান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গুরুতর জখমের একটি মামলা রেকর্ড হয়েছে। মামলার আসামি বর্তমানে জামিনে রয়েছেন।

এদিকে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে আদালতে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

জেএন/এইউ/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM