গত সপ্তাহের তুলনায় কমেছে সবজি আর মুরগির দাম। নির্বাচনি আবহে সবজির দাম একটু বাড়তিই ছিল।
শুক্রবার (৪ জানুয়ারি) দেওয়ানবাজার ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জায়গা থেকে সবজি আসছে। বেশিরভাগ সবজি দোহাজারী, পটিয়া, কক্সবাজার, সীতাকুণ্ড থেকে আসছে।
এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু সবজির দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। তবে টমেটোর দাম এখনো বেশি। টমেটো কেজিতে বিক্রি হচ্ছে ৪০ টাকায়, মুলা ২০ টাকা, লাউ ১৫ টাকা, গাজর ৩০ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, বেগুন ৩৫ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ফুলকপি ২০ টাকা, বাঁধাকপি ২৫ টাকা, শসা ২০ টাকা, মিষ্টি কুমড়ো ২০ টাকা, তিত করলা ৩০ টাকা, বরবটি ৩০ টাকা, কাঁচা মরিচ ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজির দাম কমলেও কমেনি মাছের দাম। মাছ বিক্রেতারা জয়নিউজকে জানান, মাছের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। আর এখন সামুদ্রিক মাছের সরবরাহ কম।
প্রতি কেজি কাতাল মাছ ২৪০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, রূপচাঁদা ৬৫০ টাকা, লাল কোরাল ৪৫০ টাকা, চিংড়ি ৯০০ টাকা, ছোট চিংড়ি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
ফার্মের মুরগির দাম কেজিতে ১২০ টাকা, দেশি মুরগি ২৮০ টাকা, পাকিস্তানি লেয়ার মুরগি ২৪০ টাকা। তবে অপরিবর্তিত আছে গরু ও ছাগলের মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ এবং ছাগলের মাংস ৮০০ টাকায়।