বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল মাইক্রোবাস

অনলাইন ডেস্ক

বোয়ালখালীতে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

- Advertisement -

আজ (১৮ ডিসেম্বর) বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার বেঙ্গুরা রেল স্টেশন সংলগ্ন একটি দরগাহ্’র সামনে এ ঘটনা ঘটে। মাইক্রোবাসটি চকরিয়া থেকে যাত্রী নিয়ে এসেছে বলে জানা গেছে।

- Advertisement -google news follower

গাড়ির যাত্রীরা বলেন, বেঙ্গুরা স্টেশন সংলগ্ন দরগাহ্’র সামনে গাড়ি ঘুরানোর সময় গাড়ির সামনের অংশ রেল লাইনে উঠে যায়। এসময় ট্রেন চলে আসায় ধাক্কা লাগলে গাড়ির সনের অংশ ভেঙে যায়। আমরা (যাত্রীরা) তখন গাড়িতে ছিলাম না বলে আমাদের কোন ক্ষতি হয়নি।

স্থানীয়রা বলেন, মাইক্রোবাসটি ঘুরানোর সময় সামনের অংশ রেল লাইনে চলে গেলে গাড়ি ঘুরাতে দেরি হওয়ায় গাড়ির সামনের অংশে ধাক্কা লেগে ভেঙে যায়। ট্রেনটি চট্টগ্রাম কক্সবাজাগামী ছিল। গাড়ির চালক গাড়ি রেখে পালিয়েছে বলে জানা যায়।

- Advertisement -islamibank

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গেছে। এখনো বিস্তারিত বলতে পারছি না। বিস্তারিত জেনে পরে জানাবো।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM