হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আজকের তাপমাত্রা গতকালে চেয়ে বেড়েছে।
সকালে রোদের দেখা মিললেও রাতে কনকনে ঠাণ্ডা পড়ছে। এতে তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন সীমান্তবর্তী এ উপজেলার বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টায় ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ সকাল ৬টায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তবে এক সপ্তাহের বেশি সময় ধরে যে শৈত্যপ্রবাহ ছিল- তা কেটেছে। সকালেই দেখা মিলছে সূর্যের। হিম শীতল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শীতের প্রকোপ থাকে দেশের অন্যান্য জায়গা থেকে বেশি। চলতি বছর পৌষ মাস থেকে এই কনকনে ঠাণ্ডা শুরু হয়।
এতে উপজেলার দিনমজুর, চা ও পাথর শ্রমিকরা শীতের তীব্রতায় কাজও করতে পারছেন না। ফলে আয় কমেছে তাদের। এসব কারণে এই উপজেলায় শীতার্ত ও ছিন্নমূল মানুষের রাত কাটে এখন অসহনীয় দুর্ভোগে।
জেএন/পিআর