ভারতে ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা: নিহত ১৩

প্রতিবেশী ডেস্ক :

ভারতের মুম্বাইয়ে যাত্রীবাহী ফেরির সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।

- Advertisement -

নিহতদের মধ্যে ১০ জন ফেরির যাত্রী এবং তিনজন নৌবাহিনীর সদস্য। এই দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে একশ’ জনকে। খবর এনডিটিভির।

- Advertisement -google news follower

বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপের দিকে যাচ্ছিলো ‘নীলকমল’ নামের ফেরিটি। সেসময় ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোটের ইঞ্জিন ট্রায়াল চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে স্পিডবোটটি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ফেরিকে। ফেটে গিয়ে পানি ঢুকতে শুরু করে নৌযানটিতে। এক পর্যায়ে উল্টে যায় সেটি।

- Advertisement -islamibank

স্থানীয় মাছ ধরার লঞ্চ, নৌসেনার ১১টি বোট ও চারটি হেলিকপ্টার নিয়ে দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। যোগ দেয় কোস্টগার্ড ও মেরিন পুলিশ। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM