লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ শুক্রবার সকাল ৮টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
শায়রুল কবির জানান, সকালে একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে তাঁর মেয়ে আছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে।
এর আগে গত নভেম্বরে লন্ডন সফর করে দলে মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে তিনি স্ত্রীর চিকিৎসার পাশাপাশি তারেক রহমানের সঙ্গে দেখা করেন।
জেএন/পিআর