মেহজাবীনের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ আজ মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক :

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমা মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। দেশের ২২টি সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি।

- Advertisement -

এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি বলেন, মানুষের উচিত ‘প্রিয় মালতী’ দেখা, কারণ এই সিনেমাটি এমন বিষয় নিয়ে কথা বলেছে, যা সাধারণত চলচ্চিত্রে উপেক্ষিত থেকে যায়।

- Advertisement -google news follower

এটি একটি সামাজিক নাট্যধর্মী সিনেমা। এখানে বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে। ব্যবস্থাগত সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা এবং কীভাবে আমরা দিন দিন মানবিকতা হারিয়ে ফেলছি।

আমি এই সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছিলাম এ কারণেই যে, আমি মনে করেছি প্রিয় মালতী এমন একটি চরিত্র, যার চোখ দিয়ে আমরা আমাদের চারপাশের অনেক মানুষের গল্প দেখাতে পারি।

- Advertisement -islamibank

বিশেষ করে নিম্ন-মধ্যবিত্ত এবং কর্মজীবী শ্রেণির মানুষের, যাদের জীবনে টাকা বা সংযোগের অভাবে জীবন আরও কঠিন।

আমি আশা করি দর্শক এই সিনেমাটি দেখে উপভোগ করবেন এবং তাদের মধ্যে একটি জাগরণের অনুভূতি সৃষ্টি হবে।

দর্শকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। কারণ আমার অভিনয় জীবনের চলার পথে শুরু থেকেই তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি, আমার প্রতিটি কাজ তারা উপভোগ করেছেন, আমাকে অনুপ্রেরণা দিয়েছেন।

আমি বারবারই নব উদ্যমে আরও ভালো করার প্রত্যয়ে নিজেকে মগ্ন রেখে এগিয়ে গেছি। তাই দর্শকের প্রতি সব সময়ই আমি কৃতজ্ঞ। আমার বিশ্বাস, আমার সেই ভক্ত-দর্শককে প্রিয় মালতীর পাশে পাব।

‘প্রিয় মালতীতে মেহজাবীনের অভিনয় প্রসঙ্গে সিনেমাটির অন্যতম একজন প্রযোজক আদনান আল রাজীব বলেন, সিনেমাতে মেহজাবীনের অভিনয় ক্ষমতাটা আরও নিখুঁতভাবে পাওয়া গেছে। প্রিয় মালতীর এই মেহজাবীন অভিনয় অনেক অনেক ম্যাচিউরড।

রাজধানী ঢাকার হলগুলোর মধ্যে রয়েছে, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), সনি স্কয়ার (মিরপুর ১), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা, লায়ন সিনেমা (জিনজিরা), আনন্দ সিনেমা (ফার্মগেট), বিজিবি সিনেমা (আজিমপুর), সৈনিক ক্লাব (ঢাকা)।

ঢাকার বাইরের হলগুলোর মধ্যে রয়েছে, সিনেপ্লেক্স সিনেমা (নারায়ণগঞ্জ), স্টার সিনেপ্লেক্স (বালি অর্কিড, চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), গ্র্যান্ড রিভিউ মুভি থিয়েটার (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মর্ডান সিনেমা (দিনাজপুর), মম ইন সিনেমা (বগুড়া), বনলতা সিনেমা (ফরিদপুর), স্বপ্নীল সিনেপ্লেক্সে (কুষ্টিয়া), রূপকথা (পাবনা)।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM