দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তানের সিরিজ জয়

খেলাধুলা ডেস্ক :

টি-২০ সিরিজে হারলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজে দাপুটে পারফরম্যান্সে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

- Advertisement -

কেপটাউনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৮১ রানের বড় জয় পেয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

- Advertisement -google news follower

প্রথম ম্যাচে দুর্দান্ত খেলে সেঞ্চুরি পেয়েছিলেন পাকিস্তানের তরুণ ব্যাটিং সেনসেশন সাঈম আইয়ূব।

দ্বিতীয় ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান জুটি। বল হাতে শাহিন শাহ আফ্রিদি ও নাসুম শাহ আগুন ঝরিয়েছেন।

- Advertisement -islamibank

টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ১ বল থাকতে ৩২৫ রান তুলে অলআউট হয়। ওপেনার আব্দুল্লাহ শফিক শূন্য ও সাঈম আইয়ূব ২৫ রানে ফেরার পর ১১৫ রানের জুটি গড়েন তিনে নামা সাবেক অধিনায়ক বাবর ও চারে নামা পাকিস্তানের বর্তমান অধিনায়ক রিজওয়ান।

বাবর ৯৫ বলে ৭৩ রান করে ফিরে যান। তার ব্যাট থেকে সাতটি চারের শট আসে। রিজওয়ান খেলেন ৮২ বলে ৮০ রানের ইনিংস। তিনি সাতটি চার ও তিন ছক্কায় ইনিংস সাজান।

সালমান আলী আঘা ৩৩ রান করেন। কামরান ঘুলাম ৩২ বলে পাঁচটি ছক্কা ও চারটি চারে ৬৩ রানের চোখ ধাঁধাঁনো ইনিংস খেলেন।

জবাবে ৪৩.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দলটির টপ অর্ডারের চার ব্যাটার টেম্বা বাভুমা (১২), টনি ডি জর্জি (৩৪), ফন ডার ডুসেন (২৩) ও এইডেন মার্করাম (২১) সেট হয়ে আউট হন।

মিডলে হেনরিক ক্লাসেন ৭৪ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। চারটি ছক্কা ও আটটি চার মারেন তিনি। ডেভিড মিলার করেন ২৯ রান। তবে লোয়ারে অন্যরা ব্যর্থ হওয়ায় বড় হারই সঙ্গী হয়েছে প্রোটিয়াদের।

বল হাতে পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি ৮ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নেন। নাসিম শাহ ৩৭ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।

লেগ স্পিনার আবরার নেন ২ উইকেট। তরুণ প্রোটিয়া পেসার কেওয়ানা মাফাকা ৪ উইকেট নিলেও খরচ করেন ৭২ রান। মার্কো ইয়ানসেন ৭১ রান দিয়ে নেন ৩ উইকেট।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM