পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা হাসান ইমাম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও নাশকতাকারী নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক হাসান ইমামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটিয়া পৌর সদরের সবুর রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।

- Advertisement -google news follower

গ্রেপ্তার হাসান ইমাম পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার আহমদ উল্লাহর ছেলে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘গ্রেপ্তারকৃত হাসান ইমাম পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, হামলা ও ভাঙচুরের মূল নাশকতাকারী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন, সম্প্রতি প্রকাশ্যে আসেন।

- Advertisement -islamibank

গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM