হাটহাজারী পৌরসভা এলাকার একটি ঝাল বিতান দোকানের কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে পৌরসদরস্থ বাস স্টেশন সংলগ্ন ইদ্রিস টাওয়ারের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন সন্ধ্যার দিকে মো.রফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন ‘ভাই ভাই ঝাল বিতান’ নামক প্রতিষ্ঠানে কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ওয়্যার হাউজ পরিদর্শক রিভেন এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিযন্ত্রণে আনে।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
জেএন/পিআর