হাটহাজারীতে আগুনে পুড়ে ছাই ঝাল বিতান

অনলাইন ডেস্ক

হাটহাজারী পৌরসভা এলাকার একটি ঝাল বিতান দোকানের কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে পৌরসদরস্থ বাস স্টেশন সংলগ্ন ইদ্রিস টাওয়ারের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন সন্ধ্যার দিকে মো.রফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন ‘ভাই ভাই ঝাল বিতান’ নামক প্রতিষ্ঠানে কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ওয়্যার হাউজ পরিদর্শক রিভেন এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিযন্ত্রণে আনে।

- Advertisement -islamibank

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM