১৫ বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে: আইজিপি

দেশজুড়ে ডেস্ক :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত ১৫ বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনা।

- Advertisement -

শনিবার (২১ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদরদপ্তরের কনফারেন্স রুমে বিভাগের সকল ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।

- Advertisement -google news follower

আইজিপি বলেন, দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে, এ জন্য আমরা লজ্জিত।

তিনি বলেন, পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে। তাই পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে।

- Advertisement -islamibank

সারাদেশে লুট হওয়া ৬ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২ হাজার অস্ত্র এখনো উদ্ধার হয় নি। এসব অস্ত্র উদ্ধারে সকলের সহযোগিতা প্রয়োজন।

আইজিপি বাহারুল বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে।

নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার হবে না। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM