পটিয়ায় পিকনিক বাসের ধাক্কায় মিনিবাসের ২ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

- Advertisement -

আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী এ কে ট্রাভেলস পরিবহনের একটি পিকনিক বাস পেছন থেকে অপর একটি যাত্রীবাহী মিনিবাসকে ধাক্কা দিলে হতাহতের ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

নিহতরা হলেন, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর ছেলে মো. ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০)।

নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানান।

- Advertisement -islamibank

তাছাড়া এ ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে জানিয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM