চট্টগ্রামে জসিম হত্যা মামলার আসামি সোহাগ কুমিল্লায় ধরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার চান্দারপাড়া এলাকার আলোচিত মো. জসিম হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব।

- Advertisement -

শনিবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে র‍্যাব-৭ ও র‍্যাব-১১ যৌথভাবে অভিযান পরিচালনা করে কুমিল্লার লাকসাম থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে এ আসামিকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার আসামির নাম মো. সোহাগ প্রকাশ বড় সোহাগ (২৭)। সে জসিম হত্যা মামলার ৩ নম্বর আসামি। সোহাগ বন্দর থানাধীন আনন্দবাজার চান্দারপাড়া এলাকার মো. লোকমানের ছেলে।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, ভিকটিম মো. জসিম (২৬) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টিজি কলোনির আরমান বিল্ডিংয়ের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

- Advertisement -islamibank

পাশাপাশি তিনি আনন্দ বাজার চান্দারপাড়া সিটি কর্পোরেশনের ময়লার ডিপো হতে ডাম্পিংকৃত বর্জ্য থেকে বোতল এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য কুড়িয়ে বিক্রি করতেন। একই ব্যবসায় জড়িত ছিলেন মো. সোহাগ।

সম্প্রতি দুজনের মধ্যে ব্যবসায়িক দ্বন্ধ শুরু হয়। গত ১৭ ডিসেম্বর রাতে কাজ শেষে বাসায় ফেরার সময় সোহাগসহ অন্যান্যরা জসিমকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর নিহত জসিমের ভাই বাদী হয়ে বন্দর থানায় ১৩ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

ওই মামলার ৩ নম্বর আসামি সোহাগের অবস্থান নিশ্চিত করে শনিবার রাতে কুমিল্লায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানান, গ্রেপ্তার আসামিকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM