মালবাহী ৬ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

দেশজুড়ে ডেস্ক :

নাটোরে ঘন কুয়াশার কবলে পড়ে ৬টি মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।

- Advertisement -

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ঘন কুয়াশায় নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ৬ ট্রাকের মধ্য মুখোমুখি হয়। এতে একজন ট্রাক চালকের মৃত্যু হয়।

এসময় ৫টি ট্রাক সড়কের উপরে দুমরে মুচরে পড়ে এবং একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

- Advertisement -islamibank

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ দুর্ঘটনায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল এসে স্বাভাবিক করেন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ৬ মালবাহী ট্রাকের মধ্য সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন।

এতে ৫/৬ জন আহত হয়েছেন। তাদের পরিচয় সনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার কাজ চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM