মাটি চাপায় প্রাণ গেল শ্রমিকের

দেশজুড়ে ডেস্ক :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুল ওয়াহেদ (৫৫) নামে এক শ্রমিক মাটিচাপা পড়ে নিহত হয়েছেন।

- Advertisement -

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার তালুকানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের পাশে করতোয়া নদী এলাকায় ট্রাক্টরে মাটি তোলার সময় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত আব্দুল ওয়াহেদ একই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি মাটিকাটা শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, বালু খেকোরা দীর্ঘদিন ধরে করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় করতোয়া নদীর তীরে ট্রাক্টরে বালু-মাটি তুলছিলেন শ্রমিক আব্দুল ওয়াহেদ।

- Advertisement -islamibank

মাটি তোলার একপর্যায়ে মাটির চাপা ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে হাত ও পা ভেঙে যায়। এ সময় তার সঙ্গে থাকা ট্রাক্টরচালক ওয়াহেদকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, মাটি কাটার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM