হালিশহরে বাদুড়ের অভয়াশ্রম

বিশাল গাছের শাখা-প্রশাখায় ঝুলে আছে বাদুড়। মাঝেমধ্যে বসছে নড়ে চড়ে। আবার কখনো ডানা ঝাপটে ছুটে যাচ্ছে খোলা আকাশে।

- Advertisement -

নগরের হালিশহর ফইল্যাতলী এলাকায় শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে চোখে পড়লো এমন দৃশ্য। এখানে গড়ে উঠেছে বাদুড়ের ‘প্রাকৃতিক অভয়াশ্রম’। পরিচিতি তাদের কলা বাদুড় নামে। এদের ইংরেজিতে ইনসেক্ট ব্যাট এবং বাংলায় চামচিকা বলা হয়।

- Advertisement -google news follower

বাংলাদেশের ১১৩ প্রজাতির স্তন্যপায়ীর মধ্যে এক-চতুর্থাংশই বাদুড়। স্তন্যপায়ীদের মধ্যে এটিই বৃহত্তম। এর ডানার মাপ ১.৫ মিটার, ধড় ৪০ সেমি, লেজহীন। এরা বট, আম, ছাতিম, রেইনট্রি, গগণশিরীষ, নারিকেল, তাল, সুপারি, খেজুর গাছ ও বাঁশঝাড়ে এক ডজন থেকে এক হাজার সংখ্যার একটি দলে থাকে।

বাদুড়ের খাবার আম, লিচু, পেয়ারা, কলা ও সফেদা। এলাকায় স্থানীয় বাসিন্দা রফিক জয়নিউজকে বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে এই ফুল গাছগুলোতে বাদুড়ের বেশ আনাগোনা চোখে পড়তো। তবে এখন বাদুড়ের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM