বনগাঁও সীমান্তে ২ বাংলাদেশি আটক

দেশজুড়ে ডেস্ক :

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থে‌কে বাংলাদেশে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)।

- Advertisement -

গতকাল সোমবার রা‌তে সুনামগ‌ঞ্জের ছাতক উপ‌জেলার বনগাঁও সীমান্ত থে‌কে তাঁ‌দের‌ আটক ক‌রে সি‌লেট-৪৮ ব‌্যাটা‌লিয়ন।

- Advertisement -google news follower

সি‌লেট-৪৮ বি‌জি‌বি থে‌কে সংবাদ বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে জানানো হয়, সোমবার রা‌তে জেলার ছাতক উপ‌জেলার বনগাঁও সীমান্ত দি‌য়ে ভারত থে‌কে অনুপ্রবেশ ক‌রে নড়াইল জেলার লোহাগড়া উপ‌জেলার পারম‌ল্লিকপুর গ্রা‌মের র‌ফিকুল ইসলাম ও য‌শোর জেলার বাঘারপাড়া উপ‌জেলার রাধানগর গ্রা‌মের ম‌ফিজুর রহমান।

এসময় সি‌লেট-৪৮ ব‌্যাটা‌লিয়‌নের লা‌বিয়া বিও‌পির বিজি‌বি সদস‌্যরা তাঁদের‌ আটক ক‌রে জিজ্ঞাসাবাদ ক‌রে। জিজ্ঞাসাবা‌দে আটকরা জানায়, এক বছর আগে বেনাপ‌োল সীম‌ান্ত দি‌য়ে ভার‌তে অবৈধভাবে কা‌জের উদ্দে‌শে তারা যায়।

- Advertisement -islamibank

সি‌লেট-৪৮ বি‌জি‌বির অধিনায়ক লে. ক‌র্নেল হা‌ফিজুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর কার্যক্রম চলমান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM