ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ১

দেশজুড়ে ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই বাসের আরও পাঁচজন যাত্রী।

- Advertisement -

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মল্লিকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

- Advertisement -google news follower

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান,সোমবার বিকেলে ঢাকা থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি বাস মুন্সীগঞ্জের গজারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।

সন্ধ্যা ৭টায় বাসটি বেপরোয়া গতিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় পৌঁছলে রাস্তার পাশে থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়।

- Advertisement -islamibank

এসময় বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও নারীসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনসহ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM