নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই বাসের আরও পাঁচজন যাত্রী।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মল্লিকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান,সোমবার বিকেলে ঢাকা থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি বাস মুন্সীগঞ্জের গজারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।
সন্ধ্যা ৭টায় বাসটি বেপরোয়া গতিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় পৌঁছলে রাস্তার পাশে থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়।
এসময় বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও নারীসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনসহ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
জেএন/পিআর