চট্টগ্রামে পুলিশের জালে ৫ ডাকাত,অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় দেশিয় তৈরি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে পুলিশ।

- Advertisement -

গতকাল সোমবার রাত ২টার দিকে আকবর শাহ থানাধীন মিরপুর আবাসিক বড় গ্যাস লাইন এলাকার জঙ্গল ছলিমপুরের রাস্তায় অভিযানটি পরিচালনা করা হয়।

- Advertisement -google news follower

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের কয়েকজন সদস্য পালাতে সক্ষম হলেও ধরা পড়ে চক্রটির ৫ সদস্য।

তাদের হেফাজত থেকে শটগানের ৭ রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাইনিজ কুড়াল, দেশীয় তৈরি ছোরা ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল হামিদ (২৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. ইউসুফ (২৫), গোলাম রব্বানী (২৫) ও মো. সুমন (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক কয়েকজনের নাম জানতে পারে পুলিশ। তারা হলো-মো. এরশাদ হোসেন প্রকাশ এরশাদ (৩৫), মো. তারেক আকবর (২০), মো. সম্রাট (২০) ও মো. খোকন (২৮)।

এসব তথ্য নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন জানান, গ্রেপ্তারকৃত ৫জন এবং পলাতকরা সংঘবদ্ধ হয়ে পারস্পরিক যোগসাজশে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আকবরশাহ থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM