বিদেশি মদ ও গাঁজা নিয়ে ধরা ৩ মাদক কারবারি

দেশজুড়ে ডেস্ক :

ফেনী মডেল থানাধীন হাসপাতাল মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

- Advertisement -

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও ১১৪ বোতল বিদেশি মদ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতরা হলেন ফেনীর ধর্মপুর আশ্রয়ন এলাকার সাইফুল ইসলামের ছেলে শাকিল ইসলাম (১৯), মোঃ সায়েদের ছেলে শরিফ উদ্দিন সোহেল (৩০) এবং একই এলাকার মোস্তাকের ছেলে মোঃ রাজু (১৮)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম র‌্যাব-৭ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী একটি পিকআপে মাদক নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামে যাচ্ছে। পরে টহল দল হাসপাতাল মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।

- Advertisement -islamibank

এ সময় চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে চালককে থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে র‌্যাব সদস্যরা পিকআপসহ ৩ জনকে গ্রেফতার করে। পরে পিকআপ থেকে ১৬ কেজি গাঁজা ও ১১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজারে বিক্রি করে আসছিল। উদ্ধার হওয়া মাদকের দাম প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM