অপরাধী ধরতে গিয়ে মিলল বিদেশি রিভলভার, গুলি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় দু’টি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরের পাহাড়তলী থানার কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

- Advertisement -

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ৫ আগস্টের পর পুলিশের খোয়া যাওয়া অস্ত্র কিনা তাও শনাক্ত করা যায়নি।

- Advertisement -google news follower

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ জানান, কাস্টমস একাডেমির পাশে ঝোপঝাড় এলাকায় অপরাধীদের নিয়মিত যাতায়াত। স্থানীয় লোকজন ওই এলাকায় অভিযান চালানোর অনুরোধ জানান। বিকেলে সেখানে অভিযান চালাতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কিন্তু পরিত্যক্ত অবস্থায় দু’টি রিভলভার ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে।

অস্ত্রগুলোর গায়ে ‘মেইড ইন জার্মানি’ লেখা। অস্ত্রগুলো থানা থেকে খোয়া যাওয়া নাকি সন্ত্রাসীদের তা শনাক্তের চেষ্টা চলছে।

- Advertisement -islamibank

তিনি জানান, কারা সেখানে অস্ত্রগুলো রেখেছে সেটিও বের করার চেষ্টা করা হচ্ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM