ভিন্ন পরিচয়ে নন্দিত নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান

বিনোদন ডেস্ক :

দেশের নন্দিত নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান। এক সময়ের দাপুটে এই অভিনেত্রীকে এখন আর খুব একটা পাওয়া যায় না অভিনয়ে। ব্যস্ত আছেন সংসার জীবন নিয়ে।

- Advertisement -

তবে বিশেষ দিনের কাজে প্রায়ই লাইট, ক্যামেরার মুখোমুখি হন এই অভিনেত্রী। এসব ব্যস্ততার মাঝেই নতুন পথের যাত্রী হলেন রিচি। শুরু করেছেন বিউটি পারলারের ব্যবসা।

- Advertisement -google news follower

গেল মঙ্গলবার রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামে একটি পারলার উদ্বোধন করেছেন রিচি। মূলত এর প্ল্যানটাও তার নিজের। যা নিয়ে বেশ কিছুদিন ব্যস্ত সময়ও পার করেছেন এই অভিনেত্রী।

রিচি সোলায়মান বলেন, ‘আমরা উত্তরায় যারা বসবাস করি দেখা যায়, একটু বেটার সার্ভিসের জন্য গুলশান, বনানী যাই; কিন্তু মাঝে মাঝে এমনও মনে হয়, সবদিক দিয়ে বেস্ট এমন একটি বিউটি সেলুন যদি উত্তরায় থাকত! তাহলে অনেক ভালো হতো।

- Advertisement -islamibank

এমন ভাবনা থেকেই নিজ উদ্যোগী হয়ে ব্যবসাটা শুরু করি। আমাদের এই “ইটারনাল বিউটি লাউঞ্জ”-এ সব কিছু থাকছে।’

এদিকে, রিচিকে সামনে দেখা যাবে নির্মাতা ইমরাউল রাফাতের একটি নাটকে। এতে তার সঙ্গে অভিনয় করবেন এই প্রজন্মের অভিনেত্রী তাসনিয়া ফারিণও।

নাটকের নাম এখনও ঠিক হয়নি। শিগগির এর শুটিং শুরু হবে বলে জানান এই অভিনেত্রী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM