৭১ বছর পুরোনো ২ রেকর্ড একদিনেই ভাঙলেন স্যাম

খেলাধুলা ডেস্ক :

মেলবোর্ন টেস্টের আগেই জানা গিয়েছিল ৭১ বছরের পুরনো রেকর্ডকে মনে করাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান তরুণ স্যাম কনস্টাস।

- Advertisement -

বক্সিং ডে টেস্টে দ্বিতীয় সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হয়েছেন কনস্টাস। ডানহাতি এই ওপেনার ১৯৫৩ সালের পর সবচেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষিক্ত হয়েছেন।

- Advertisement -google news follower

৭১ বছরের মধ্যে অভিষিক্ত হওয়া সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে মাঠে নেমেই রেকর্ড গড়া কনস্টাস আজ ব্যাট হাতেও রেকর্ড গড়েছেন।

১৯৫৩ সালে ইয়ান ক্রেইগ সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্টে অভিষিক্ত হয়েছিলেন। ১৭ বছর ২৩৯ দিন বয়সে অস্ট্রেলিয়ার হয়ে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্রথম টেস্টেই ফিফটি করার রেকর্ড গড়েছিলেন ইয়ান।

- Advertisement -islamibank

আজ দীর্ঘ ৭১ বছর পর ইয়ানের উত্তরসূরি হিসেবে দ্বিতীয় সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ১৯ বছর ৮৫ দিনে ফিফটি করেছেন স্যাম কনস্টাস।

ভারতীয় বোলারদের মেলবোর্নের ইনিংসের শুরুতেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন কনস্টাস। দাপটের সঙ্গে খেলা এই ওপেনার ইনিংসের ১৪তম ওভারেই মাত্র ৫২ বলে ফিফটি তুলে নেন।

কনস্টাস ফিফটির পর নিজের বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। ৬০ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন।

এই প্রতিবেদন লেখার সময়ে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ২৫৪। অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটসম্যানই ফিফটি করেছেন। কনস্টাস (৬০), উসমান খাজা (৫৭), মারনাস লাবুশেন (৭২) আউট হয়ে গেলেও স্টিভ স্মিথ এখনো ব্যাট করছেন ৫০ রানে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM