ইংলিশ প্রিমিয়ার লিগ/লিভারপুলের আরও একটি দুর্দান্ত জয়

খেলাধুলা ডেস্ক :

আরও একটি দুর্দান্ত জয় পেয়েছে লিভারপুল। হামজা চৌধুরীর লেস্টার সিটিকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো দলটি।

- Advertisement -

যদিও স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি সদ্যই বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়া হামজা।

- Advertisement -google news follower

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ে চেলসির চেয়ে ১ ম্যাচ কম খেলে ৭ পয়েন্টে এগিয়ে রইল লিগ টেবিলের শীর্ষে থাকা অলরেডরা।

লেস্টারের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। ষষ্ঠ মিনিটেই জর্ডান আউইয়ুর গোলে পিছিয়ে পড়া আর্নে স্লটের শিষ্যরা ঘুরে দাঁড়ায় প্রথমার্ধের যোগ করা সময়ে। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস থেকে গোল করেন কোডি গাকপো।

- Advertisement -islamibank

অ্যানফিল্ডে বিরতির পর আবারও ম্যাক অ্যালিস্টারের জাদু। তার বল ধরে লিভারপুলকে এগিয়ে নেন কার্টিস জোনস। এরপর ৮২ মিনিটে ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। মিসরীয় এই তারকার গোলেই বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM