জেসিও আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত মন্তব্য

অনলাইন ডেস্ক

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের একটি ভবনে গত বুধবার মধ্যরাতে আগুন লাগে। সচিবালয়ে এ আগুনের ঘটনায় সাংবাদিকদের কাছে বিবৃতি দেন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) আমিনুল ইসলাম। তবে তার এ বিবৃতিকে একান্ত ব্যক্তিগত মন্তব্য বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আইএসপিআরের পরিচালকের পক্ষে সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

- Advertisement -google news follower

বিবৃতিতে বলা হয়, সচিবালয়ের আগুনের ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টায় আমিনুল ইসলাম এসসিপিওর (জেসিও) নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম মোতায়েন করা হয়। এ সময় অগ্নিকাণ্ড নিয়ে সাংবাদিকদের কাছে আমিনুল ইসলাম একটি বিবৃতি প্রদান করেন যা তার একান্ত ব্যক্তিগত মন্তব্য। উক্ত বিবৃতিটি বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল বিবৃতি নয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM