প্রথম নাটকে পারিশ্রমিক কত পেয়েছিলেন মেহজাবীন?

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন।

- Advertisement -

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কীভাবে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রথম নাটকে অভিনয় করে কত টাকা আয় করেছেন। সঙ্গে পুরনো স্মৃতির কথা বলেছেন।

- Advertisement -google news follower

মেহজাবীন বলেন, ‘ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপাড়ে’ এ নাটকে অভিনয় করে আমার প্রথম আয় ছিল ১৫ হাজার টাকা।

আমি অনেক বেশি টেনশনে ছিলাম কারণ ফাহমি ভাই যেভাবে কাজ করেন সেখানে কোনো স্ক্রিপ্ট থাকেনা।’

- Advertisement -islamibank

নাটকে অভিনয়ে প্রসঙ্গে তার ভাষ্য, ‘কোনো ধরনের অভিজ্ঞতা নেই একদম দুর্বল। স্ক্রিপ্ট নেই, কী ঘটতে যাচ্ছে জানি না।

শুধু জানতাম একটা নাটক কিন্তু গল্প কী কীভাবে এটা শুট হবে কিছুই জানতাম সা। এটা নিয়ে পরে অনেকে হাসাহাসি হয়েছে। আমাকে দেখে তারা বলেছে এ মেয়েকে দিয়ে হবে না।’

অভিনেত্রীর কথায়, ‘আমি প্রথম নাটকে অভিনয়ে করার পর সে সময় খুব সিরিয়াস ছিলাম না। কাজটা এক ধরনের চাপ দিয়ে করানো হয়। আমি তখন ছোট এবং আমার কোনো আগ্রহ ছিল না অভিনয়ে।

অভিনয় করার আগে লাক্স চ্যানেল আই সুপারস্টার অ্যাওয়ার্ড জিতেছিলাম। এরপর আমি চট্টগ্রাম মামার বাসা চলে গিয়েছিলাম কাউকে না বলে।’

‘শুধু কল আসতো কোথায় কোথায়। এভাবে তো চলে গেলে হবে না কাজ করতে হবে। তখন আমাকে প্রথম এ কাজটা দেওয়া হয় যে ২১ ফেব্রুয়ারির জন্য একটা নাটক করতে হবে যে।

আমি অনেক ভাবে বলি যে আমি পারবো না। আমি কোনো নাটক করতে চাই না। তারপর কোনো একভাবে কাজটা করা হয়।’

শেষে তিনি বলেন, ‘আমাকে যখন কেউ বুঝতে পারে না তখন আমার মেজাজ খারাপ হয়। আমি আসলে এমন একটা মানুষ আমার মনে হয় কি আমার আশে-পাশে যারা আছেন।

যারা অনেকদিন থেকে আমার সঙ্গে কাজ করছেন। কিংবা পরিবারের সদস্য বন্ধুবান্ধবরা। তাদেরকে আমার কেন কোনো কিছু বলতে হবে। তারা তো সব বুঝবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM